Logo

অপরাধ    >>   ঠাকুরগাঁওয়ে শিব মন্দিরে পূজারত জমির মালিকের ওপর ভূমিদস্যুদের হামলা

ঠাকুরগাঁওয়ে শিব মন্দিরে পূজারত জমির মালিকের ওপর ভূমিদস্যুদের হামলা

ঠাকুরগাঁওয়ে শিব মন্দিরে পূজারত জমির মালিকের ওপর ভূমিদস্যুদের হামলা

ঠাকুরগাঁও জেলার বালীয়াডাঙ্গী উপজেলার দোগাচীতে সংখ্যালঘু সনাতন সম্প্রদায়ের নারীরা ভূমিদস্যুদের বাধা উপেক্ষা করে নিজেদের জমি পুনরুদ্ধার করেছেন। গত ০৫ আগস্ট, ২০২৪ তারিখে দোগাচীর এই সাত বিঘা জমিতে ভূমিদস্যুরা অবৈধভাবে দখলের উদ্দেশ্যে রাতে হাল চালিয়ে ধানক্ষেত নষ্ট করে দেয়। কিন্তু সম্প্রতি ঐক্যবদ্ধ উদ্যোগে মা-কাকিমারা এই জমি পুনরুদ্ধার করে সেখানে একটি শিব মন্দির স্থাপন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি পুনরুদ্ধারের সময় ভূমিদস্যুরা ভাড়াটে সন্ত্রাসী দল নিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে সনাতন ধর্মাবলম্বী নারীরা সাহসিকতার সঙ্গে লাঠি হাতে সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের এ সাহসী অবস্থান ভূমিদস্যুদের পিছু হটতে বাধ্য করে। এর জের ধরে আজ  শিব মন্দিরে পূজা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জমির মালিক অশেষ চন্দ্র সিংহ। পূজার সময় কিছু ভূমিদস্যু তাঁর উপর প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণ করে এবং মাথায় গুরুতর আঘাত করে। আহত অবস্থায় তাঁকে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীদের মধ্যে পাঠানপাড়া, আখানগর এবং রুহিয়া এলাকার মশিউর, আতিউর ও মোয়াক্ষের ছিলেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তার অভাবের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাঁদের সাত বিঘা জমিতে শিব মন্দির নির্মাণের পরিকল্পনা রয়েছে। আজ পূজা চলাকালীন সময়ে অশেষ চন্দ্র একা ছিলেন, এ সুযোগে হামলাকারীরা তাঁকে আক্রমণ করে। পরিবারের অন্যান্য সদস্যরা মন্দিরে পৌঁছালে ভূমিদস্যুরা পালিয়ে যায়।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert